মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে "দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু" বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

রোববার, আগস্ট ২৮, ২০২২
ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে "দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু" বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বঙ্গবন্ধুর বক্তব্যকে উদ্ধৃতি করে বলেছেন, "কেবল ঘুষ খাওয়াই দুর্নীতি নয়, স্বজনপ্রীতি এবং অর্পিত সকল দায়িত্ব পালন না করাই দুর্নীতি।" ড. মো. মোজাম্মেল হক খান শনিবার (২৭ আগস্ট ২০২২) রাতে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (BMA) আয়োজিত "দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু" শিরোনামে এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

তিনি বলেন, দুর্নীতি উন্নয়নে প্রধান বাধা, এটি বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন। "২৫ পার্সেন্ট দুঃখ দুর্দশা লাঘব হবে যদি দেশে দুর্নীতি কমে যায়" - টাঙ্গাইলে বঙ্গবন্ধুর এমন একটি ভাষণের উদ্ধৃতি দিয়ে ড. মোজাম্মেল হক খান বলেন, দেশের উন্নতি করতে হলে আমাদের যার যার অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে ও সকল প্রকারের দুর্নীতি থেকে মুক্ত থাকতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত দিবস উপলক্ষে ভার্চুয়াল প্যানেল আলোচনা সভায় আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও রূপালী ব্যাংকের পরিচালক প্রফেসর এম আলী আক্কাস এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট বোর্ডের উপদেষ্টা ও সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মেশকাত উদ্দিন।  

এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর স্কুল অব  বিজনেস এর ডিন প্রফেসর ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক ও সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রধান মো. সালাহ্উদ্দীন।

প্রফেসর এম. আলী আক্কাস বলেন, একজন শিক্ষক যদি দেড় ঘন্টার ক্লাস আধা ঘন্টায় শেষ করেন কিংবা ঠিকমতো ক্লাসটি না করেন সেটিও দুর্নীতির অন্তর্ভুক্ত। তিনি স্বজনপ্রীতি, ঘুষ, প্রতারণা ইত্যাদি সকল কাজকে দুর্নীতির আওতাধীন বলেও ব্যাখ্যা দেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্নীতিকে ঘৃণা করতেন, বঙ্গবন্ধুর বিভিন্ন বক্তৃতায় তার প্রমাণ পাওয়া যায়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার‌ও এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি ব্যাখ্যা দেন। নিজ দলের কেউ দুর্নীতিতে যুক্ত হলে তিনি এখন আর পার পাচ্ছেন না, এটি দেশের জন্য অত্যন্ত ইতিবাচক দিক।

তিনি বলেন, সফল হতে হলে পরিশ্রম করতে হবে। দুর্নীতির মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব নয়। তিনি বলেন, আমাদের শ্রম দিতে হবে সকলের সুবিধাপ্রাপ্তির জন্য, সবার সুখই আমার প্রত্যাশা- ঠিক এমনটাই চিন্তা করা উচিত। আর এমন করে ভাবলে দুর্নীতি থেকে দূরে থাকা সম্ভব হবে। তিনি কুরআনের ৪৭ টি আয়াতের ৫০টি স্থানে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।

সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা  ও সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মেশকাত উদ্দিন দুর্নীতি বিরোধী অবস্থান নেয়ায় বঙ্গবন্ধুকে একজন আদর্শ মানুষ হিসেবে ব্যাখ্যা করেন। 
সভার সভাপতি প্রফেসর ড. নুরুল ইসলাম "দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু" বিষয়ে একটি সমৃদ্ধ আলোচনাকে ইতিবাচক হিসেবে ব্যাখ্যা করেন। তিনি প্রধান অতিথি ও আলোচকবৃন্দকে  এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাণবন্ত আলোচনার জন্য ধন্যবাদ জানান। 

সভার শুরুতে "বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলাদেশ---" গানটি পরিবেশন করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী কণ্ঠশিল্পী মৃত্তিকা ভৌমিক।

বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক অংশগ্রহণকারী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ ভার্চুয়াল আলোচনায় যুক্ত হন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল